কি ভিন্ন জগতে আছে
![]() |
| নতুন রূপে ভিন্ন জগত রংপুর |
রংপুর শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে, রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশেই খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর নামক গ্রামে নৈসর্গিক পরিবেশে "ভিন্ন জগত" এর অবস্থান।
"ভিন্ন জগত" ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যাতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমনে ভিন্ন জগত পর্যটন কেন্দ্র ছাত্র-ছাত্রী ও আনন্দ পিপাসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম প্লানেটরিয়াম এবং লোকশিল্প যাদুঘর। এছাড়াও মজার ছলে বিজ্ঞান শেখার জন্য নতুন আকর্ষণীয় রুপে তৈরী হয়েছে "সাইন্স পার্ক”।
ভিন্ন জগতের একটি অন্যতম আকর্ষণ হলো আজব গুহা- যেখানে রয়েছে লোকশিল্পের মেলা, মনিষীদের কথা, মুক্ত বিহঙ্গ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য এবং বাঙালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণরত ভাস্কর্যস্থাপনা।
মনোরম ও নিরিবিলি পরিবেশে স্থাপন করা হয়েছে কটেজ, পিকনিক স্পট ও সভা-সেমিনারের হল রুম। সিঙ্গাপুরের সী লায়নের রূপে স্থাপিত ওয়াটার লায়ন খোলা মঞ্চে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুবিধা সহ সার্বক্ষণিক বৈদ্যুতিক নিশ্চয়তা ও নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি সৌখিন মৎস্য শিকারীদের জন্য ভিন্ন জগতের সুবিশাল লেকে রয়েছে মাছ ধরার সুব্যবস্থা।
স্বাগত জানাই সবাইকে আসুন আমাদের সাজানো অঙ্গনে। বেড়িয়ে উপভোগ করে যান “ভিন্ন জগত” পর্যটন কেন্দ্র।

Post a Comment